Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

সর্বশেষ

latest

দেশের বাজারে এই প্রথম আসতে যাচ্ছে ৩৫০সিসি বাইক

  সকল জল্পনা - কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের বাজার কাপাতে আসছে ৩৫০ সিসির ‘ রয়েল এনফিল্ড ’ । ইফাদ অটোস এর হাত ধরে বাংলাদেশে...

 

সকল জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের বাজার কাপাতে আসছে ৩৫০ সিসিররয়েল এনফিল্ড ইফাদ অটোস এর হাত ধরে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে বিখ্যাত মোটর বাইক ব্র্যান্ড রয়েল এনফিল্ড

রয়েল এনফিল্ড নামটি শোনা মাত্রই চোখের সামনে একটি মোটর বাইক ব্র্যান্ড ভেসে উঠে ক্ল্যাসিক লুকস, রেট্রো ডিজাইন সাউন্ডের কারণে রয়েল এনফিল্ড পৃথিবী বিখ্যাত বিশেষ ভাবে রয়েল এনফিল্ড এর ক্ল্যাসিক ডিজাইনের কারনে অনেকের কাছেই পছন্দের এদিকে বাংলাদেশে ৩৫০সিসি এর পারমিশন পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে

রয়েল এনফিল্ড এর তিনটি মোটরসাইকেল রয়েছে ৩৫০সিসি ক্যাটাগরিতে এই তিনটি হচ্ছে রয়েল এনফিল্ড মিটিওর ৩৫০, রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ এবং এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ এই বাইক গুলোর লুকস ডিজাইন সব কিছু মিলিয়ে অসাধারণ তিনটি বাইক

এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০:  বাইকটির ইঞ্জিন হচ্ছে ৩৪৬সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, এয়ারকুল্ড ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 19.1 bhp @ 5250 rpm এবং 28 Nm @ 4000 rpm শক্তি উৎপন্ন করতে সম্ভব বুঝতেই পারছেন শক্তিশালী একটি ইঞ্জিন এছাড়া এই বাইকটি ডিজাইন সম্পূর্ন ভাবে ক্ল্যাসিক স্টাইলে রাখা হয়েছে অনেকটাই ক্যাফে রেসার

এছাড়া সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ৩৫মিমি ফর্ক, আর রেয়ার সাসপেনশন হচ্ছে স্টেপ এডজাস্টেবল টুইন গ্যাস চার্জড শক এবজরভার বাইকটি টায়ার নিয়ে যদি বলি টিউব এবং টিউলেস দুটো ভার্সন রয়েছে আর এতে যুক্ত করা হয়েছে ডুয়েল চ্যানেল সিঙ্গেল চ্যানেল এবিএস এতে করে বাইকটি কন্ট্রোলিং আর দারূন হয়েছে

রয়েল এনফিল্ড এর তিনটি মোটরসাইকেল রয়েছে ৩৫০সিসি ক্যাটাগরিতে এই তিনটি হচ্ছে রয়েল এনফিল্ড মিটিওর ৩৫০, রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ এবং এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ এই বাইক গুলোর লুকস ডিজাইন সব কিছু মিলিয়ে অসাধারণ তিনটি বাইকবাইকটির ফিচার্স এর মধ্যে রয়েছে EFI ইগনিশান, টিউবলেস টায়ার, ডুয়েল ডিস্ক, সবচেয়ে গুরুত্বপূর্ন হচ্ছে এর ডুয়েল চ্যানেল এবিএস যা এখনকার বাইকের ফিচার্স এর মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ন  অপরদিকে সব গুলো বাইকের ইঞ্জিন হচ্ছে BS-IV

No comments