আজ আমরা জানতে চলেছি সাটলিপি কি। আপনারা হয়তো বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন চাকুরির নিয়োগ পত্রিকায় হয়তো দেখে থাকবেন, তারা অনেক সময়ই একজন ভালো...
আজ আমরা জানতে চলেছি সাটলিপি কি। আপনারা হয়তো বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন চাকুরির নিয়োগ পত্রিকায় হয়তো দেখে থাকবেন, তারা অনেক সময়ই একজন ভালো সাটলিপিকার চায় ।আর একে সংক্ষেপে শর্টহ্যান্ড কৌশল বলে। একজন ভালো সাটলিপিকার যে কিনা কোন কথা একবার শুনেই তা খুব সহজেই লিখে ফেলতে পারেন। কোন গুরুত্বপূর্ণ ব্যাক্তি যখন কোন কথা বলেন সেই কথাগুলোকে খুব তারাতাড়ি একজন সাটলিপিকায় লিখতে হয়। তাই শর্টহ্যান্ড কৌশল বলে।আর এই সাটলিপি এমন এক ধরনের কৌশল যার মাধ্যমে যে কোন ব্যাক্তি কথা বলার সাথে সাথেই সেই ব্যাক্তির কথাগুলো লিখে ফেলা। আমরা জানি যে একজন মানুষ প্রতি মিনিটে ৬০টি শব্দ মুখে উচ্চারণ করতে পারে। কিন্তু কোনো ব্যাক্তি চাইলেই প্রতি মিনিটে ৬০টি শব্দ কখনো লিখতে পারে না। কিন্ত যখন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা বলেন তখন তিনি আর দ্বিতীয়বার বলেন না । তাই তার বলার সাথে সাথেই একজন ভালো ও দক্ষ সাটলিপিকার তা সাটলিপিকার এর মাধ্যমে তা লিপিবদ্ধ করে রাখেন। এই তথ্য পযুক্তির যুগে এখন আমাদের দেশ তথা সমাজ এক নতুন পথের দিকে যাচ্ছে , যার কারনে আমরা এখন সাটলিপিকারদের হারাতে বসেছি।কিন্ত একসময় একজন সাটলিপিকারের কদর মোটেও কম ছিলো না।
No comments