একটি ওয়েবসাইট মানে একটি স্বপ্ন , সেই স্বপ্নকে ঘিরে আমরা কতো পরিশ্রমই না করছি । কিন্ত আমরা কি সেই পরিশ্রমে গড়ে তোলা সাইটি ...
একটি ওয়েবসাইট মানে একটি স্বপ্ন, সেই স্বপ্নকে ঘিরে আমরা কতো পরিশ্রমই না করছি। কিন্ত আমরা কি সেই পরিশ্রমে গড়ে তোলা সাইটি সুরক্ষিত রাখার চেষ্টা করছেন বা আপনার সাইটের কোন ব্যকআপ রাখছেন ? যদি বলেন না। তাহলে আপনি বিশাল ভূল করতে চলেছেন।এর ফলে আপনি হঠাৎ ই দেখবেন আপনি আর আপনার সাইট এক্সেস করতে পারছেন না।অর্থাৎ সেটি হ্যাকারের কবলে পড়েছেন। তখন নিশ্চই আপনার ভালো লাগবে না।তাই আসুন আজকের এই লেখাটি মনযোগ দিয়ে পড়ুন এবং আপনার সাইটকে সুরক্ষিত রাখুন। আজ আমরা এই টিউটোরিয়ালে , আমরা আপনাকে কীভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি সুরক্ষিত রাখবেন সেটাই বলবো।
১। আপনার লগইন পাসওয়ার্ড কঠিন করুন:
আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সুরক্ষিত রাখার জন্য আপনার লগইন পাসওয়ার্ড কঠিন করুন।কেননা সাধারণত হ্যাকার রা কোন সাইটকে হ্যাক করার জন্য কিছু টুলস এর ব্যবহার করে থাকে। সেই টুলসে কিছু সম্ভাব্য পাসওয়ার্ড সেট করা থাকে। এবং অনেক পাসওয়ার্ডই তাদের টুলস এর সাথে মিলে যায় যায় ফলে তারা আপনার সাইটের এক্সেস পেয়ে যায়। এজন্য আপনার সাইটে পাসওয়ার্ড হিসেবে এমন কিছু সংখ্যা বা চিহ্ন ব্যবহার করুন যে গুলো হ্যাকারের স্ক্রিপ্ট এর সাথে না মিলে।এজন্য আপনার সাইটে ইউজার নেম বা পাসওয়ার্ড এ কোথাও এডমিন শব্দটির ব্যবহার করবেন না। কারণ অনেক হ্যাকাররা এই বিষয়টি অনুমান করে বুঝতে পারে যে, অনেকেই এই ধরনের পাসওয়ার্ড দিয়ে থাকে। তাই আপনারা এমন একটি পাসওয়ার্ড ব্যবহার করুন যেটা অনুমান করা অনেক কঠিন। নিচে কিছু উদাহরন দেয়া হলো :
সহজেই অনুমানযোগ্য: EXA123
সহজেই অনুমানযোগ্য নয়: E5gt%!3
সহজেই অনুমানযোগ্য: EXAMPLE
সহজেই অনুমানযোগ্য: nExaMpT !! 4423
২।লগিনাইজার
সিকিউরিটি অন করে রাখা
আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সুরক্ষিত রাখার জন্য।আপনার সাইটে লগিনাইজার সিকিউরিটি নামে একটি প্লাগইন পাবেন, সেটি ইন্স্ট্রল করে রাখুন। প্রয়োজনে আপনার সাইটের লগিন এটেম্টস অপেন করে রাখুন এতে করে কেউ আপনার সাইটে একবার তার তার বেশী লগইন লগইন করতে চেষ্ঠা করলো তার আইপি ব্লক করে দেবে।
৩।আপনার লগইন পেইজ হাইড করে রাখুন:
আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সুরক্ষিত রাখার জন্য WPS HIDE একটি প্লাগইন এর মাধ্যমে আপনার লগইন পেইজকে হাইড করে রাখতে পারেন। অর্থাৎ যদি কেউ আপনার সাইটের লিংক এর পরে /wp-admin দিয়ে লগইন করতে চেষ্ঠা করে তাহলে তারা সেই লগইন পেইজ সেখানে পাবে না। তাদেরকে একটি এরর পেইজ দেখাবে বা আপনি প্লাগইন যে যে পেইজ দেখাবেন সেই পেইজে তাকে নিয়ে যাবে। তাই আপনারা অতিরিক্ত সিকিাউরিটির জন্য WPS HIDE প্লাগিইন টি ইস্ট্রল করে রাখুন।
৪।অতিরিক্ত ফায়ার ওয়াল ব্যবহার করুন:
আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সুরক্ষিত রাখার
জন্য অতিরিক্ত ফায়ার ওয়াল
ব্যবহার করুন। আমরা জানি ফায়ার ওয়াল সাধারণ কোন ধরনের সাইবার এটাক কে ফেরাতে সাহায্য
করে।সেজন্য আপনি চাইলে আপনার সাইটে একটি অতিরিক্ত ফায়ার ওয়াল ইন্সট্রল দিয়ে রাখুন।
Word Fence নামে একটি ফায়ার ওয়াল প্লাগইন আছে, সেটি বিনামূল্যে ব্যবহার করতে পারেন।
এবং সেটির মাধ্যমে কে কতবার আপনার সাইটে লগইন করার চেষ্টা করছে। তাদের আইপি সহ দেখতে
পারবেন।এবং প্রয়োজনে এই ফায়ার ওয়াল তাদের আইপি ব্লক করে দিবে। এছাড়াও আরো সিকিউরিটির
জন্য আপনি তাদের পেইড প্লাগইন ব্যবহার করতে পারেন।
৪।কন্টেন্ট
ডেলিভারি নেটওয়ার্ক(CDN) ব্যবহার:
আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সুরক্ষিত রাখার জন্যকন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক(CDN) ব্যবহার করুন। আপনারা ফ্রি তেই একটি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) এর ব্যবহারের মাধ্যমে আপনার সাইটকে আরো সিকিউর করে তুলতে পারেন। সেক্ষেত্রে আপনারা Cloud Flare নামে নামে একটি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক(CDN) ব্যবহার করতে পারেন। এটি একদমই ফ্রি।এটা ইন্সট্রল করার জন্য আপনার ডোমেইন এর নেমসার্ভার আপডেট করে Cloud Flare এর নেম সার্ভার বসিয়ে দিলেই হবে।এর মাধ্যমে সিকিউরিটি ছাড়াও আপনি আরো কিছু সুবিধা পাচ্ছেন। যেমন: এতে করে আপনার সাইটের স্পিড ও বাড়াবে অন্যদিকে আপনি আপনার সাইটের ইউজার স্ট্যাটিস্টিক সম্পর্কেও জানতে পারবেন।
৫।
ওয়েবসাইটের নিয়মিত ব্যকআপ রাখা:
আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সুরক্ষিত রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিয়মিত ওয়েবসাইটের ব্যকআপ রাখা । আমরা প্রায়ই দেখি এত সিকিউরিটি থাকা সত্বেও অনেক ওয়েবসাইট হ্যাকিং এর স্বীকার হয়ে থাকে। তাই কখনো যদি এমনটি হয়েই যায় তাহলে আপনার সাইটিকে যেন দ্রুত আবার রান করাতে পারেন সে জন্য অবশ্যই আপনার সাইটের ব্যাকআপ রাখবেন।আমরা কমপক্ষে প্রতি ১ সপ্তাহ পর পর আমাদের সাইটের ব্যাক আপ রাখবো।যদিও অনেক সময় এটি হোস্টিং প্রোভাইডার রা করে থাকে।তবে আপনি নিজের হাতে যদি নিজেই সাইটে ব্যকআপ রাখলে খুব ভালো হবে। এবং আপনারা চাইলে কিছুটাকা খরচ করে Backup Buddy নামে একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন ব্যবহার করতে পারেন। এটির একটি বিশেষ দিক হচ্ছে এই প্লাগইনটি আপনার হ্যাক হওয়া সাইট ফেরত আনতে দ্রুত কাজ করে এমনকি আপনাকে পাঁচ মিনিটেরও কম সময়ে একটি হ্যাক ওয়েবসাইট পুনরুদ্ধার করে দিতে পারে। এটির মূল্য (প্রায় $ 100 ডলার)। তবে আমার মনে হয় আপনি যদি আপনার সাইট নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে চান তাহলে এটি ব্যবহার করতে পারেন।
তবে আপনি ফ্রি তেও কিছু ব্যাকআপ সেবা নিকে পারেন। যেগুলো নিয়মিত আপনার সাইটের ব্যকআপ রাখবে। এবং সেগুলো আপনার সাইটকে বিভিন্ন স্টোরেজ এর মাধ্যমে জমা করে রাখে। এবং আপনি চাইলেই পরবর্তীতে সেটি আপনার সাইটে ব্যবহার করকে পারেন। ফ্রি সার্ভিস দেয় এমন কিছু প্লাগইনস এর নাম:
১।Updraft Plus
২।Backup Buddy
৩।Duplicator Migration & Backup
৪।BackUpWordpress
৫।WP-DB_Backup
৬।VaultPress
৭।BACKUPGUARD
৮।BackWPup
No comments