Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

সর্বশেষ

latest

২০২০ সালে সবচেয়ে কাজের কিছু SEO কৌশল

আমরা সবাই জানি গুগল কিছুদিন পর পরই তাদের অ্যালগরিদমের কিছু পরিবর্তন ‍নিয়ে হাজির হয়।গুগল সর্বশেষ ৫০ সপ্তাহের মধ্যে ৫০০ এরও বেশি বার তাদে...


আমরা সবাই জানি গুগল কিছুদিন পর পরই তাদের অ্যালগরিদমের কিছু পরিবর্তন ‍নিয়ে হাজির হয়।গুগল সর্বশেষ ৫০ সপ্তাহের মধ্যে ৫০০ এরও বেশি বার তাদের অ্যালগরিদমে পরিবর্তন এনেছে।এবং  সেই সাথে আমাদেরকেও SEO করতে কৌশল এ পরিবর্তন আনতে হয়।সেই সাথে গুগল এর অ্যালগরিদমকে আমাদের সার্ভিস সম্পর্কে জানাতে হয়, যেন সে আমার সাইটকে অন্যান্য সাইট এর উপরে রাখে।কিন্ত গুগলের কাছে সবাই চায় তাদের সাইট যেন গুগল সার্চ এর প্রথম পৃষ্ঠায় দেখানো হয়।আর তাই আমাদের প্রতিদ্বন্দীও ধীরে ধীরে বেড়ে উঠছে। সে জন্য SEO করার সময় আমাদেরকে কৌশলগত কিছু পরিবর্তন আনতে হয় । এই লেখায় আমরা এমনই কিছু ২০২০ সালে সবচেয়ে কাজের SEO কৌশল সম্পর্কে জানাবো।


ইউজার এক্সপিরিয়েন্স:

গুগল র‌্যাংক ব্রেইন সম্পর্কে কি আপনারা জানেন। হয়তো অনেকই জানেন। আর যারা জানেন না তারা আজ জেনে নিন। গুগল র‌্যাংক ব্রেইন হচ্ছে এমন একটি মানদন্ড যার মাধ্যমে কোন একটি ওয়েবসাইটকে তৃতীয়স্থানে রাখতে পারে।আরো ভালোভাবে বলতে গেলে।এই গুগল র‌্যাংক ব্রেইন একটি ওয়েবসাইটকে বিশ্লেষন করে এই এই বিশ্লেষনের উপর ভিত্তি করে একটি স্থান নির্ধারণ করে দেয়।গুগল র‌্যাংক ব্রেইন আপনার সাইটে ভিজিট করা যে কোন ইউজার কে ফলো করে। ইউজার কতসময় আপনার সাইটে থাকলো সেই সময় গুগল র‌্যাংক ব্রেইন বিশ্লেষন করে। এবং এর উপর ভিত্তি করে গুগল আপনার সাইটকে র‌্যাংক করে।কোন ইউজার যখন আপনার সাইটে আসে এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে যদি অন্য কোথাও বিষয়টি নিয়ে অনুসন্ধান করে তাহলে গুগল আপনার সাইটকে র‌্যাংক থেকে বাদ দিবে।তাই আপনার সাইটে এমন কিছু তথ্য রাখুন যেন ইউজার পড়তে আগ্রহী হয়ে উঠে।এবং তারা আপনার সাইটে বেশী সময় থাকে।এভাবে যদি ইউজার রা আপনার সাইটে বেশীক্ষন থাকে তাহলে গুগল আপনাকে র‌্যাংক প্রদান করবে। মিডিয়ামের টেইল কীওয়ার্ডগুলি বা মাঝারি কিছু শব্দের প্রতিশব্দগুলো গুগল সবচেয়ে বেশী পছন্দ করে।এবং এর ফলে আপনার সাইট সহজেই র‌্যাংক করতে পারে।তাই আপনার আর্টিকেল এ ধরনের কীওয়ার্ডগুলি  ব্যবহার করতে পারেন।

 

ওয়েবসাইটের লোডিং:

গুগল র‌্যাংকিং এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়েবসাইট এর লোডিং সময়। আপনার ওয়েবসাইট যদি খুব স্লো হয় তাহলে গুগল আপনাকে কখনও র‌্যাংক প্রদান করবে না। তাই আপনার সাইট ভালোভা্ব অপটিমাইজ করুন। যে তা খুব দ্রুত লোড নেয়।কেননা ইউজার যখন আপনার সাইটে ভিজিট করবে তখন যদি আপনার সাইট ওপেন হতে সময় নেয় তাহলে ব্যবহারকারী আপনার সাইট থেকে ফেরত আসবে। এবং এর ফলে আপনার সাইট খু্ব দ্রুত র‌্যাংক হারাবে।

 


ল্যান্ডিং পেজ সংস্কার করুন:

একটি আকর্ষনীয় ল্যান্ডিং পেজ সব সময়ই ইউজার কে আকর্ষিত করে।যার ফলে তারা বারবার আপনার সাইটে ফিরে আসতে বাধ্য হয়।তাই আপনাকে খুজে বের করতে হবে আপনার ল্যান্ডিং পেজ এ কোথাও কোন সমস্যা আছে কিনা।বা কোথায় কি বসালে আপনার সাইট আরো বেশী আকর্ষনীয় লাগবে।আপনার সাইট রেস্পন্সিভ কিনা তা বিভিন্ন ডিভাই এ লোড দিয়ে দেখুন।যদি রেস্পন্সিভ না হয় তাহলে ইউজার আপনার সাইটে ভিজিট করে স্বাচ্ছন্দ্যবোধ করবে না।এবং এর ফলে আপনি ভিজিটর হারাবেন।সেই সাথে র‌্যাংকিং।সেই ক্ষেত্রে আপনার সাইট যদি খুব আকর্ষনীয় হয় তাহলে একজন ভিজিটর বার বার আপনার সাইটে ফিরে আসতে বাধ্য হয়।এবং এভাবে আপনার সাইটে বেশী সময় ব্যবহারের ফলে আপনার সাইট টি সহজই র‌্যাংক পাবে।সেই সাথে ইউজারদের কাছে আপনার সাইটকে আরো বেশী আকর্ষনীয় করার জন্য আপনার আর্টিকেল এর মাঝে সেই রিলেটেড কিছু ছবি ব্যবহার করতে পারেন। কেননা অনেক সময় ইউজার রা সেই ছবি টি দেখার জন্য হলেও কিছুটা সময় বেশী সময় দিবে।কিন্ত তাই বলে আবার বেশী ছবিও ব্যবহার করা থেকেও বিরত থাকতে হবে । কেননা এর মাধ্যমে ইউজার বিরক্ত হতে পারেন।

সেই সাথে আপনার ওয়েবসাইট এর কোন একটি সাইটে বা নিচে ইউজার এর ইন্টারেস্ট এর উপর ভিত্তি করে সেই রিলেটেড কন্টেন্ট শো করাতে পারেন।সেই ক্ষেত্রে সেই কন্টেন্ট টি ইউজার পড়ার জন্য আগ্রহী হয়ে উঠতে পারে। ইউজারকে আরো বেশী আকর্ষনের জন্য আপনার সাইটে কিছু বিভাগ বা ক্যাটেগরী রাখতে পারেন। যেন তারা তাদের পছন্দের ক্যাটেগরীতে গিয়ে লেখা পড়তে পারে।


ভিডিও মার্কেটিং:

ভিডিও মার্কেটিং এর মাধ্যমে আপনার সাইটে প্রচুর পরিমানে ভিজিটর নিয়ে আসতে পারেন।বিগত কয়েক বছরে দেখা গেছে অনলাইনে প্রায় অর্ধেক দর্শক ভিডিও কন্টেন্টে আগ্রহী এবং তাদের ভিডিও কৌশলগুলির মাধ্যমে ওয়েবসাইটগুলিকে র‌্যাংক পেতে সহায়তা করেছে আর তাই আপনার সাইটকে সহজেই র‌্যাংকিং করানোর জন্য ভিডিও মার্কেটিং খুব ভালো কাজ করে।


বয়সহীন কন্টেন্ট:

আপনারা সাইটে কন্টেন্ট লেখার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন: আপনাদের কে এমন কিছু কন্টেন্ট এর বিষয় বাছাই করতে হবে যা সহজেই পরিবর্তন হয়না, এবং তা যে সকল বয়সী মানুষের পড়ার উপযোগী হয় ।যেমন: হতে পারে গবেষণাধর্মী লেখা, এ ধরনের লেখা খুব তারাতাড়ি পরিবর্তন হয় না। ফলে এই লেখা যে কোন সময় যে কোন বয়সের লোক পড়তে পারে। সাইটে এ ধরনের কন্টেন্ট গুরুত্বপূর্ণ হওয়ায় মানুষ বেশী আকৃষ্ট হয়ভালো এমন কিছু কন্টেন্ট আমাদের নির্বাচন করতে হবে যা কখনই পুরানো হয় না

 

উপসংহার:

আমরা এই বিশাল অনলাইন জগতে টিকে থাকার জন্য আমাদের নানা কৌশলে এসব প্রতিকূলতা কাটিয়ে উঠতে হবে। সেই সাথে নানা ধরনের কৌশল রপ্ত করতে হবে।সেই সাথে প্রয়োগ ও করতে হবে। এবং আমাদেরকে এসইও প্রসেস সবসময়ই করে যেতে হবে। এবং আমাদের কম্পিটিটর দের হারানোর জন্য সকল ধরনের কাজ করে যেতে হবে। তাহলেই আমাদের সাইট র‌্যাংক পাবে। এবং আমরা সহজেই ট্রাফিক পাবো।


No comments