Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

সর্বশেষ

latest

কিভাবে ফেসবুক এম্বি দিয়ে ইন্টারনেট চালাবেন ?

আজ আমরা জানবো কিভাবে ফেসবুক প্যাক দিয়ে অন্যান্য সাইটে ভিজিট করতে পারি। আমরা অনেক সময় ভূলে বা কোন কারেনে ফেসবুক প্যাক কিনে ফেলি কিন্তু সেই প্...



আজ আমরা জানবো কিভাবে ফেসবুক প্যাক দিয়ে অন্যান্য সাইটে ভিজিট করতে পারি। আমরা অনেক সময় ভূলে বা কোন কারেনে ফেসবুক প্যাক কিনে ফেলি কিন্তু সেই প্যাক দিয়ে আমরা শুধুমাত্র ফেসবুক ব্যাবহার করতে পারি। কিন্ত অন্য কোন সাইটে প্রবেশ করতে পারি না। আজ আমরা জানবো কিভাবে আমাদের এই স্যোসাল প্যাক দিয়ে আমরা ইউটিউব সহ অন্যান্য সাইট ব্রাউজিং করতে পারি। শুধুমাত্র ফেসবুক প্যাক ই না আপনারা চাইলে আপনাদের অন্যান্য প্যাক যেমন হোটস এ্যাপ, ইন্স্টাগ্রাম এর প্যাক কে ও এভাবে ব্যবহার করতে পারবেন। তো চলুন জেনে আসি ফেসবুক প্যাক দিয়ে অন্যান্য সাইটে ভিজিট করার জন্য আমাদের কি কি লাগবে।

প্যাক কেনা

প্রথমেই আপনারা আপনাদের পছন্দের অপারেটর বাছাই করে নিয়ে আপনাদের পন্দমতো একটি স্যোসাল প্যাক কিনুন। কিভাবে স্যোসাল প্যাক কিনতে হয় আশা করছি সেটা আপানাদের আর শিখিয়ে ‍দিতে হবেনা। আপনারা চাইলে কোড ডায়েল করে প্যাক কিনতে পারেন, অথবা আপনার অপারেটর এর এ্যাপ থেকে ও এই স্যোসাল প্যাক নিতে পারেন।

এ্যাপ ইন্স্ট্রল

এবারা আপনারা আপনার ফোন থেকে প্লে স্টোরে যান, এবং সেখানে গিয়ে (Tweakware) লিখে সার্চ দিলে নিচের ছবির মতো একটি এ্যাপ পাবেন, সেটি আপনার ফোনে ইন্স্ট্রল করে নিন।


 

এবার (None Tweak) লেখাতে ক্লিক করুন



 ড্রপডাউন মেনু থেকে (Facefook Pack) প্যাক সিলেক্ট করে দিন। 

এক্ষেত্রে আপনি যদি হোটস এ্যাপ বা ইন্স্টাগ্রাম প্যাক কিনে থাকেন তাহলে সেটি সিলেক্ট করে দিন। এর পর কানেক্ট এ ক্লিক করলেই আপনার কাজ শেষ। 

এই এ্যাপ টি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড এ অবশ্যই চালু রাখতে হবে।


সতর্কতা

এটি যেহেতু একটি ভিপিএন তাই আপনারা ভুলেও এটি কানেক্ট থাকা অবস্থায় আপনার ফেসবুক বা গুগল আইডি তে লগইন করবেন। না বা আপনার অন্যান্য কোন আইডি তে তখন লগইন করা থেকে বিরত থাকবেন। এছাড়া আপনি এটি ব্যবহার করে ইউটিউব থেকে শুরু করে অন্যান্য সাইট এ ভিজিট করতে পারেন। সেক্ষেত্রে ফেসবুক প্যাক থেকে আপনার ডাটা কাটা হবে। আপনি যখন আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করবেন তখন এটি ডিসকানেক্ট করে নিবেন।

ধন্যবাদ


No comments